ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রনায়ক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর মাত্র কয়েকদিন আগে লন্ডনের টাভিস্টক স্কয়ারে তার একটি মূর্তি বিকৃত করা হয়েছে। এ ঘটনাকে ‘লজ্জ্বাজনক’ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন। টাভিস্টক স্কয়ারে গান্ধীর হাঁটু মুড়ে বসা কালো পাথরের মূর্তিটির স্তম্ভ কিছু গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছে। মূর্তির ভিত্তিপ্রস্তরে কালো রঙ দিয়ে ‘সন্ত্রাসী’ (টেরোরিস্ট) লেখা হয়। আরও লেখা হয়েছে- গান্ধী, মোদী ও ভারত (হিন্দুস্তান)’। এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাজ্যে অবস্থিত ভারতীয় হাই কমিশন বলেছে, মূর্তি বিকৃত করার এ ঘটনা ‘অহিংসার ধারণার উপর সহিংস আক্রমণ’। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) গান্ধীর ওই মূর্তির সামনে গান্ধীজয়ন্তীর অনুষ্ঠান হওয়ার কথা। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবেও স্বীকৃত। লন্ডনের ভারতীয় দূতাবাস সমাজমাধ্যমে একটি...