জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গঠনতন্ত্র পরিবর্তন করে আল্লাহর আইন চালুর পরিবর্তে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক শাসনের অঙ্গীকার এবং সেই ধারাবাহিকতায় এবার লোগো থেকে কোরানের আয়াত ও আল্লাহু লেখা বাদ। সব মিলিয়ে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের প্রধান ধর্মীয় বা ইসলামপন্থী দলটি—গঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পরে যারা এখন দেশের রাজনীতিতে অনেক বড় শক্তিই শুধু নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিরাট ফ্যাক্টর হয়ে উঠবে বলেও মনে করা হচ্ছে। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ও তাদের প্রধান শরিক জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে তাহলে জামায়াত এককভাবে না হলেও অন্য এক বা একাধিক দলের সঙ্গে যুক্ত হয়ে কোয়ালিশন সরকার গঠন করতে পারে বলেও কেউ কেউ মনে করেন। অর্থাৎ আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপির একক আধিপত্য থাকবে বলে যে...