চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে আবাসিক আসন বরাদ্দের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, আবাসিক হলে আসন পাওয়ার জন্য শিক্ষার্থীদের সিজিপিএ কমপক্ষে ২.৯২ থাকতে হয়। কিন্তু ওই হলে ২.৬৫ সিজিপিএ পেয়েও শিবির-সমর্থিত ভিপি প্রার্থী নিয়ামত উল্লাহ একক আসনে বসবাস করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী নিয়ামত উল্লাহ বর্তমানে সোহরাওয়ার্দী হলের ২১৫ নম্বর কক্ষে এককভাবে অবস্থান করছেন। তিনি একই হলে শিবিরের শাখা সভাপতির দায়িত্বেও আছেন এবং আসন্ন হল সংসদ নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মান্নান বলেন, ‘প্রাধ্যক্ষ হিসেবে আমার দুটি আসন বরাদ্দের ক্ষমতা রয়েছে। নিয়ামত উল্লাহ নিয়মিত ডাইনিং ও খেলাধুলার কার্যক্রমে যুক্ত ছিলেন, সেই বিবেচনায় তাকে বিশেষভাবে আসন দেওয়া হয়েছে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫৪টি...