০১ অক্টোবর ২০২৫, ০১:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০১:০২ এএম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত ১৫ ক্লাবের কাউন্সিলররা। এই ১৫ ক্লাবের কাউন্সিলরদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বিষয়টি কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ১৫ ক্লাবের কাউন্সিলরদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কার্যক্রম স্থগিত করেছেন আদালত। ফলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে তাদের অংশগ্রহণ ও ভোটদান থেকে বিরত থাকতে হবে।রিটের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি সৈয়দ হাসান যুবায়িরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জহুরুল হক। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহা. এরশাদুল বারী খন্দকার। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি...