খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর জানা গেল সেই কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত মেলেনি। খাগড়াছড়ি সদর হাসপাতালের করা পরীক্ষায় রিপোর্টটিতে সব স্বাভাবিক রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক পাহাড়ি শিক্ষার্থীকে (১২) অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেন। পরে জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী সেই কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. জয়া চাকমার নেতৃত্বে তিন চিকিৎসক এ পরীক্ষা করেন। ধর্ষণের আলামত পাওয়া যায় এমন ১০টি সূচকের সবগুলোতে স্বাভাবিক লেখা রয়েছে। শরীরের ভেতর বাহির কোথাও ধর্ষণের চিহ্ন পায়নি চিকিৎসক দল। রিপোর্টটিতে ডা. জয়া চাকমাসহ সই করেন অপর দুই চিকিৎসক ডা. মীর মোশারফ হোসেন ও ডা. নাহিদা আক্তার। এদিকে গত ২৪...