রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে আবারও ক্লাবের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে দিলেন।মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে কাজাখ ক্লাব কাইরাত আলমাতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। আলমাতিতে ম্যাচের শেষ দিকে ৪-০ গোলে এগিয়ে ছিল রিয়াল, আর দলের প্রথম তিনটি গোলই আসে এমবাপের পা থেকে। পরে এদুয়ার্দো কামাভিঙ্গা যোগ করেন চতুর্থ গোল।কিন্তু আসল ইতিহাস গড়েন এমবাপে প্রথম গোলেই। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা জানায়, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি এক মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে দলের প্রথম তিনটি গোল করেছেন। দুই সপ্তাহ আগে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে।খেলার শুরুতেই প্রায় অবিশ্বাস্য এক সুযোগ পেয়েছিল কাইরাত। ম্যাচের প্রথম ১৫ সেকেন্ডে দাস্তান সাতপায়েভের হেড ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। গোল হলে ম্যাচের মোড় অন্যরকম হতে পারত।তবে ২৬...