দেশের ৬৪টি জেলার ওপর দিয়েই বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আজ রাত ১টার পর থেকে সকাল ৬টার মধ্যে, ঢাকা শহরের উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। তিনি আরও জানান, আজ রাত রাত ১টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের ৬৪টি জেলার উপর দিয়েই বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি...