টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। এতে তার সঙ্গে এক সুন্দরীকে দেখা যাচ্ছে। এটি দেখে অনেকেই বলছেন, সৃজিত বুঝি আবার প্রেমে পড়েছেন। সৃজিতের সঙ্গে এই সুন্দরী হচ্ছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। তারা দুজনেই প্রেমের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। এমনকি এ ধরনের খবর ছড়িয়ে পড়ায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন। তবে এত সহজে কি আর লোকের মুখ বন্ধ করা যায়! দেখা গেল সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর শুভেচ্ছা জানাতে সেই সুস্মিতার সঙ্গেই ছবি শেয়ার করে নিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর দুজনে রীতিমতো চমকে দিয়েছেন পূজার সাজে। কোনো এক বাড়ির পূজায় তোলা হয়েছে ছবিটি। সৃজিতের গায়ে নীল রঙের পাঞ্জাবি। আর সুস্মিতাও পরেছেন নীল রঙের শাড়ি। তিনটি ছবির একটিতে তাদের একে-অপরের দিকে যাকে বলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেল। মুখে...