০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম চব্বিশের গণঅভ্যুত্থানকালে দেশের ৪১টি জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকা- ঘটেছে। ৫০টির বেশি জেলায় পুলিশ-র্যাব ও বিজিবি ব্যবহার করেছে প্রাণঘাতি অস্ত্র। সাক্ষ্যে এমন তথ্য দিয়েছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন।গতকাল মঙ্গলবার বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো: আলমগীর। ট্রাইব্যুনাল তার সাক্ষ্য রেকর্ড করেন। গতকাল বেলা সাড়ে ১১টায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন আলমগীর। তিনি এ মামলার ৫৪ তম সাক্ষী। সাক্ষ্যের এক পর্যায়ে বলেন, গত বছর জুলাই-আগস্টে অভ্যুত্থান চলাকালে ৪১টি জেলার ৪৩৮টি স্পটে হতাকা- সংঘটিত হয়েছে। এর মধ্যে ৫০টিরও বেশি জেলা প্রাণঘাতি অস্ত্র...