০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড রবীন লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে চ্যাম্পিয়ন পিএসজি, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও আর্সেনাল। ঘরের মাঠে বাংলাদেশ সময় আজ রাত একটায় পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। একই সময়ে মোনাকোর বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি এবং নিজেদের মাঠে অলিম্পিয়াকসের বিপক্ষে খেলবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। লিগ রাউন্ডের প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব আটালান্টাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এবার দ্বিতীয় ম্যাচেই কঠিন পরিক্ষার মুখে পড়েছে লুইস এনরিকের দল। অন্যদিকে ইংলিশ দল আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে মিশন শুরু করেছে বার্সেলোনা। এবার দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পিএসজি। ইতোমধ্যেই লা লিগায় শীর্ষস্থান দখল করেছে কাতালানরা। দারুন ফর্মে আছে লেভানডস্কি, পেদ্রি, রাশফোর্ড ও রাফিনহারা। এদিকে এই ম্যাচে মাঠে নামার আগে...