০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম এশিয়া কাপের রেশ এখন প্রায় শেষ। দুয়ারে দাঁড়িয়ে আরেকটি সিরিজ। তবে দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে লিটন কুমার দাসের হৃদয়ের ক্ষত এখনও দগদগে। এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তিনি। ক্রিকেটের প্রতি প্রবল অনুরাগী সমর্থকদের শিগগিরই প্রতিদান দেওয়ার প্রত্যয় শোনালেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবার এশিয়া কাপে গিয়েছিল বাংলাদেশ । গ্রুপ পর্বের চ্যালেঞ্জ উতরে সুপার ফোর পর্বে ওঠার পর ফাইনালে খেলার হাতছানিও ছিল তাদের সামনে। কিন্তু সেমি-ফাইনালে রূপ নেওয়া ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পরও দল হেরে যায় ব্যাটিং ব্যর্থতায়। আরও একটি বড় টুর্নামেন্ট হতাশা নিয়েই শেষ হয় বাংলাদেশের। বিদায়ের পাঁচ দিন পর সামাজিক মাধ্যমে সমর্থকদের জন্য বার্তা দিলেন লিটন,...