০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম ব্রিটেনে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা—মাত্র একটি সাধারণ হাই নিতে গিয়ে প্রাণ হারানোর মতো পরিস্থিতির শিকার হয়েছেন ৩৬ বছর বয়সী হেইলি ব্ল্যাক নামের এক নারী।বিদেশি গণমাধ্যম জানায়, সকালে শিশুকে দুধের বোতল দেওয়ার সময় হেইলি হাই তুলতেই হঠাৎ শরীরে বিদ্যুৎ শকের মতো অনুভব করেন। সঙ্গে সঙ্গে তার হাত অনিয়ন্ত্রিতভাবে বাতাসে উঠে যায়। অস্বাভাবিক পরিস্থিতি দেখে তিনি ইশারায় স্বামীকে অ্যাম্বুলেন্স ডাকতে বলেন।হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রথমে সমস্যার উৎস ধরতে পারেননি। পরে স্ক্যান করে দেখা যায়, হাই তোলার সময় হেইলির ঘাড়ের সি৬ ও সি৭ হাড় সরে গিয়ে মেরুদ- থেকে সামনে খসে পড়েছে।চিকিৎসকদের মতে, এটি এক বিরল ও বিস্ময়কর ঘটনা। তাদের ধারণা ছিল হেইলির বেঁচে যাওয়ার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ। তবে জরুরি...