০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম দেশে জাতীয় নির্বাচনের আবহ। ঠিক সেই সময় আরেকটি নির্বাচন ছড়িয়ে যাচ্ছে উত্তাপ, উত্তেজনা। সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। আগামী ৬ অক্টোবর হতে যাচ্ছে বহুল আরাধ্য এই নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে ততই প্রশ্ন উঠছে এই নির্বাচনের প্রক্রিয়া, স্বচ্ছতা আর গ্রহণযোগ্যতা নিয়ে! এমনকি গুঞ্জন উঠেছে প্রতিদ্বন্দ্বীতার বলয় থেকে বেড়িয়ে এসে সমঝোতার দিকে এগুচ্ছেন সভাপতির চেয়ার নিয়ে লড়াইয়ে নামা দুই হেভিওয়েট প্রার্থী বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্যানেল। তাদের আড়ালে বলতে গেলে লড়াইটা হচ্ছিল সরকার ও বিএনপির মধ্যে। তামিম যেখানে প্রতিনিধিত্ব করছেন বিএনপিপন্থীদের সেখানে সরকারপক্ষে থেকে পেছন থেকে কলকাঠি নারছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে দেশের বিভিন্ন গণমাধ্যমের...