০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বিশেষ বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে থাকেন হল শাখা শিবিরের সভাপতি নিয়ামত উল্লাহ। নিয়ম অনুযায়ী আবাসিক হলের বরাদ্দ দেয়ার কথা ফলাফলের ভিত্তিতে। অর্থাৎ আবেদনের পর যার পরীক্ষার ফল ভালো, তিনিই হলে থাকার সুযোগ পাবেন। তবে শিবির নেতার বেলায় তা মানা হয়নি। অপেক্ষাকৃত কম ফল নিয়েও আবাসিক হলে থাকছেন তিনি। আবার ওই হলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থীও হয়েছেন তিনি। প্রাধ্যক্ষ বলছেন, বিশেষ বিবেচনায় ওই শিক্ষার্থীকে হলে আসন দেয়া হয়েছে। সোহরাওয়ার্দী হলের ২১৫ নম্বর কক্ষে থাকছেন তিনি। নিয়ামত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনায় ক্যাম্পাসে তোলপাড় চলছে। ফল কম থাকার পরেও আবাসিক হলে তার থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অনেকেই সমালোচনা করেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা...