০১ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম রাজধানীর নিমতলীর মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় বাড্ডা থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এক এসআই, এএসআই এবং পাঁচ পুলিশ কনস্টেবলকেও প্রত্যাহার করা হয়েছে। গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলীর মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় ঘুমিয়ে থাকা চারজন ফোর্স ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শর্টগানের...