বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) হত্যা মামলাটি নিয়ে অপরাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুইজন বিএনপি কর্মীর বাগবিতন্ডার জেরে এই হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে মসজিদের ইমামসহ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রত্যক্ষদর্শী ইব্রাহীম হাওলাদার স্থানীয় সংবাদকর্মীদের কাছে বলেন, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বিএনপি কর্মী দেলোয়ার হোসেন ঘরামীর সাথে রাজনৈতিক বিষয় নিয়ে কথার কাটাকাটি হয় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফের। একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামী কয়েকটি থাপ্পর মারেন আবদুল লতিফকে। এতে আবদুল লতিফ অসুস্থ হয়ে পরলে তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও বলেন-ঘটনার...