তিন বছর স্বীকৃত ক্রিকেট খেলে ফেলার পর অবশেষে টি২০-এর স্বাদ পেলেন আইচ মোল্লা। আর প্রথম ম্যাচেই ব্যাট-বল হাতে বাজিমাত করলেন তরুণ মিডল অর্ডার ব্যাটার। ব্যাটিংয়ে ফিফটির পর বোলিংয়ে উইকেট নিয়ে জিতলেন ম্যাচসেরার পুরস্কার। মঙ্গলবার সিলেটে এনসিএল টি২০তে সিলেটকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬১ রান করে মেট্রো। জবাবে ৯ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি সিলেট। চার ম্যাচে মেট্রোর এটি দ্বিতীয় জয়। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে (১২২/৯) ২৮ রানে হারিয়েছে ঢাকা বিভাগ (১৫০/৯)। মাত্র ১০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল অপু।মেট্রোর জয়ে বড় অবদান আইচের। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম ম্যাচে ৩৩ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৩ বছর বয়সী ব্যাটার। পরে বল হাতে ৪ ওভারে ৩০ রান...