তামিলনাড়ুর কারুরে ভয়াবহ পদদলিতের ঘটনায় ৪১ জনের মৃত্যু হওয়ার তিন দিন পর প্রথমবারের মতো ভিডিও বার্তা দিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ওই ভিডিওতে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনকে উদ্দেশ্য করে আবেগঘন ভাষায় বলেন,“আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্ট্যালিন স্যার, তাদের ছুঁবেন না, তাদের কিছু করবেন না। যদি প্রতিশোধ নিতেই চান, সেটা আমার ওপর নিন। আমি আমার বাড়ি বা অফিসেই থাকব।” বিজয় ভিডিওতে স্বীকার করেছেন, কারুরের ট্র্যাজেডি তাঁর জীবনের “সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত”। তিনি বলেন,”আমার হৃদয় ভরা শুধু যন্ত্রণা… আর কিছু নয়। অনেকে প্রশ্ন করছেন কেন আমি কারুরে ফিরিনি। সেটা কেবল আমার ভালোবাসার কারণেই। এখন থেকে মানুষের নিরাপত্তাই হবে আমার প্রথম অগ্রাধিকার। আমরা সব সময় নিরাপদ ভেন্যুর জন্য অনুরোধ করি। কিন্তু যা হওয়ার ছিল না, সেটাই হয়ে...