চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের দ্বিতীয় ম্যাচের দিনটিতে অপেক্ষা করছে নানা নাটকীয়তা আর রোমাঞ্চ। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর পুনরাবৃত্তি ম্যাচে মুখোমুখি হয়েছে চেলসি ও বেনফিকা। ইস্তাম্বুলে বর্তমান তুর্কি সুপার লিগ চ্যাম্পিয়ন গ্যালাতাসারেই আতিথ্য দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে। ইতালিয়ান সিরি-আ শিরোপাজয়ী নাপোলির খেলা পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন স্পোর্টিংয়ের বিপক্ষে। তবে সেরা আকর্ষণ নির্দ্বিধায় বুধবার বার্সেলোনায়, যেখানে ইউরোপ ও ফ্রান্সের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি লড়বে স্পেনের শিরোপাধারী বার্সেলোনার বিপক্ষে। এবারের আসরের এটিই এখন অব্দি হওয়া সবচেয়ে বড় ম্যাচ। পিএসজি মাঠে নামবে কিছু গুরুত্বপূর্ণ অনুপস্থিতি নিয়ে। নতুন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, তার ফরাসি সতীর্থ ডেসিরে দুয়ে এবং খিচা কাভারেস্কাইয়া নেই স্কোয়াডে। তবুও সমর্থকদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে পর্তুগিজ ত্রয়ী নুনো মেন্ডেস, জোয়াও নেভেস ও ভিতিনহার সঙ্গে আশরাফ হাকিমি আছেন শূন্যস্থান পূরণে। গত...