০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম দেশে বর্তমানে মার্কিন ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও গত আগস্টে আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তি কমেছে। এর প্রধান কারণ মূলধনী যন্ত্রপাতির আমদানি হ্রাস, যা নতুন ব্যবসা ও বিনিয়োগে স্থবিরতার ইঙ্গিত দিচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক মাসে নতুন এলসি খোলার প্রবণতা কমে যাওয়ায় এবং ওভারডিউ (মেয়াদোত্তীর্ণ বা বকেয়া) এলসির চাপ কম থাকায় নিষ্পত্তি কমেছে। একই সঙ্গে নতুন বিনিয়োগ কমে যাওয়ায় ব্যবসায়ীরা কাঁচামাল ও যন্ত্রপাতির পরিবর্তে ভোগ্যপণ্যের আমদানিতে বেশি ঝুঁকছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে আমদানি দায় নিষ্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে চার দশমিক ৮৮ বিলিয়ন ডলার, যা গত বছরের আগস্টে ছিল পাঁচ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। নিষ্পত্তি কমেছে ১০ দশমিক ৯৪ শতাংশ। তবে এ সময় নতুন এলসি খোলার পরিমাণ...