০১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ এএম প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবারের ‘ স্কুল ফিডিং’ প্রকল্পটি নতুন করে চালু হওয়ার আগেই ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ প্রকল্পের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে নিয়মবর্হিভূত টেন্ডারের মাধ্যমে ক্রয়াদেশ দেয়ায় শুরুতেই সরকারের ২০ কোটি টাকার বেশি অতিরিক্ত খরচ হবে। এই প্রকল্পটি গত জুলাই থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু টেন্ডার জটিলতায় তখন স্থগিত করা হয়। এরপর সেপ্টম্বরের ১ তারিখ থেকে চালু হওয়ার কথা থাকলেও এখনো তা চালু হয়নি। এর ফলে দেশের ৮ বিভাগের ১৫০ উপজেলার ৩১ লাখেরও বেশি কোমলমতি শিক্ষার্থী ‘মিড ডে মিল’ বা দুপুরের পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এই ‘স্কুল ফিডিং’ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সূত্রমতে, শুরুতে...