০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম আশ্বিন মাসের মধ্যভাগ পেরিয়ে গেছে। শরৎ ঋতু শেষ প্রান্তে। অথচ হালকা শীতের পরশ, আবছা কুয়াশা-পড়া তো দূরের কথা; অসহ্য ঘাম-ঝরানো ভ্যাপসা গরমে কাহিল অবস্থা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার দেশের অনেক জায়গায় ‘অসময়ে’ ফের তাপপ্রবাহ বয়ে যায়। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় তুমুল বজ্রপাতসহ ‘ঝটিকা’ ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৬৮ মিলিমিটার। হঠাৎ ভারী বর্ষণে রাজধানীতে সড়ক, রাস্তাঘাটে পানিবদ্ধতা সৃষ্টি হয়। জনদুর্ভোগ পোহাতে হয় সীমাহীন। বজ্রপাতে অনেক জায়গায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময়ে রাজশাহীতে ৩৯, বগুড়ায় ৩৪, বরিশালে ১৩ মিলিমিটার ‘ঝটিকা’ বৃষ্টিপাত ছাড়া দেশের অন্য কোথাও...