০১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ইতিহাস সাক্ষ্য দেয়, ঐক্যই হচ্ছে নিরাপত্তার প্রধানতম গ্যারান্টি। আদিমকালে প্রাগৈতিহাসিক মানুষ শক্তিশালী হিং¯্র বণ্য প্রাণীদের আক্রমন থেকে রক্ষা পেতে এবং প্রাণী শিকার করে প্রাণ ধারণের প্রয়োজনে পারিবারিক ও গোষ্ঠিগত ঐক্য গড়ে তোলার প্রয়োজন বোধ করেছিল। প্রাচীন মানুষের সেই সমাজবদ্ধতা থেকেই নেতৃত্ব ও রাষ্ট্রের ধারণা জন্মেছিল। একবিংশ শতকে এসে আমরা সভ্যতায় রাষ্ট্রের রাজনৈতিক বিবর্তনের হাজার হাজার বছরের ইতিহাসের অবলোকন ও পর্যালোচনার সুযোগ পাচ্ছি। সামন্ত রাজাদের পারস্পরিক দ্ব›দ্ব ও প্রতিবেশিদের সাথে বৈরীতার সম্পর্কের কারণে ভিনদেশ থেকে আসা দিগি¦জয়ী রাজা, বেনিয়া ও সুলতানরা সহজেই একে একে রাজ্য দখল করে বৃহত্তর উপনিবেশ কিংবা সা¤্রাজ্য গঠনের সুযোগ পেয়েছিল। মুসলমান সুলতান ও মুঘল স¤্রাটরা নিজেদের ঔদার্যের গুণে বিভিন্ন জাতিগোষ্ঠির মধ্যকার বিরোধ-বৈরিতা নিরসন করে শত...