০১ অক্টোবর ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:২৬ এএম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ফ্যাসিস্টদের শক্তি মোকাবিলা বড় চ্যালেঞ্জ। তাদের নেতাকর্মী ও সমর্থকরাও একইভাবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম একথা বলেন। আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল। সেখান থেকে এক বছরে বর্তমান অবস্থায় নিয়ে আসা একটা চ্যালেঞ্জ ছিল। তবে আমরা চাই নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে। যারা পরাজিত ফ্যাসিস্ট, তারাও আমাদের জন্য চ্যালেঞ্জ। তাদের নেতাকর্মী ও সমর্থকরাও বড় চ্যালেঞ্জ। রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান এমন পরিস্থিতিতে এত বড় নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের আছে কিনা। জবাবে আইজিপি বলেন, সক্ষমতা অবশ্যই আছে। এটা...