মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে জামাল-সোহেলদের দিকনির্দেশনা দিচ্ছেন কোচ জ্যাভিয়ের কাবরেরা (বাঁয়ে) এশিয়ান কাপ বাছাই ফুটবলে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে ভালো কিছুর প্রত্যাশা করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু ঘরের মাঠ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হেরে হতাশ হতে হয়েছিল হামজা চৌধুরী-তপু বর্মণদের। এবার হংকং চায়নার বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার অপেক্ষা। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামেই হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে জাতীয় দল। মঙ্গলবার বৃষ্টির বাগড়ায় গা গরমে ব্যাঘাত ঘটলেও হংকং চায়নাকে হারানো ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হয়েছিল ঘণ্টখানেক পর। হাল্কা বৃষ্টির মধ্যে অনুশীলন শুরু হলেও মিনিট পনেরো পর তুমুল বৃষ্টি আর বজ্রপাতের কারণে খেলোয়াড়দের নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ কোচ জ্যাভিয়ের ক্যাবরেরা। তবে ম্যাচটি...