উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচ সামনে রেখে অনুশীলনে পিএসজির পর্তুগীজ ডিফেন্ডার নুনো মেন্ডেস (বাঁয়ে) ও বার্সেলোনার তারকা উইঙ্গার লামিনে ইয়ামা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ফ্রান্সের ক্লাব পিএসজি ও স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। বার্সার হোম ভেন্যু স্তাদিও অলিম্পিক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় আজ দিবাগত রাত একটায়। একই সময়ে ম্যানসিটির সঙ্গে লড়বে মোনাকো। জুভেন্টাসের প্রতিপক্ষ ভিলারিয়াল। গতবার ফাইনালে ইন্টারমিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পায় পিএসজি। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সা সেমিতে দুই লেগ মিলিয়ে ইন্টার মিলানের কাছে হারে ৭-৬ গোলের ব্যবধানে। পিএসজির জন্য সুসংবাদ চোট থেকে সেরে উঠেছেন জোয়াও নেভেস। বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে পর্তুগিজ এই মিডফিল্ডারকে পাচ্ছেন বস লুইস এনরিকে। শঙ্কা কাটিয়ে শিরোপাধারীদের দলে আছেন তারকা মিডফিল্ডার ভিতিনিয়াও।...