কিছুতেই ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যদি একধাপ এগোয় তো পরক্ষণেই কয়েক ধাপ পিছিয়ে পড়ছে টাইগাররা। সদ্য শেষ হওয়া ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এশিয়া কাপ ক্রিকেটেও এ চিত্র দেখা গেছে। কোনোরকমে সুপার ফোরে উঠে আসার পর ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ এসেছিল জাকের আলি, সাইফ হাসান, তাসকিন আহমেদদের সামনে। কিন্তু সেই সুযোগ হেলায় হারিয়ে দেশবাসীকে একরাশ কষ্ট দিয়েছেন ক্রিকেটাররা।এখন প্রশ্ন হচ্ছে, বারবার বড় আসরে কেন ব্যর্থ হচ্ছে বাংলাদেশ? এর উত্তর খুঁজেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশের এখনো বড় আসরে সাফল্য পাওয়ার মতো ইতিবাচক মানসিকতাই তৈরি হয়নি! সাবেক একজন ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বড় আসরে ব্যর্থ এ প্রসঙ্গ আসছে কেন! বাংলাদেশ তো এখন পর্যন্ত ক্রিকেটে বলার মতো সাফল্য পায়নি। এখনো কোনো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হতে...