০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম পাকিস্তান আর্মি সম্প্রতি ফতাহ-৪ গ্রাউন্ড লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণমূলক পরীক্ষা সম্পন্ন করেছে। আইএসপিআর জানিয়েছে, দেশীয়ভাবে নির্মিত এ ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৭৫০ কিলোমিটার। এটি আধুনিক এভিয়োনিক্স ও নেভিগেশন যন্ত্রসজ্জিত এবং শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। এছাড়া লক্ষ্যবস্তুতে অত্যন্ত সঠিকভাবে আঘাত করার ক্ষমতা রাখে।চিফ অব জেনারেল স্টাফ, পাকিস্তান আর্মির সিনিয়র কর্মকর্তারা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষার পর্যবেক্ষণ করেছেন। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি ও সেবার প্রধানরা সফল পরীক্ষার জন্য অভিনন্দন জ্ঞাপন করেছেন। এছাড়া, সেবার প্রধানরা পরীক্ষায় অংশগ্রহণকারী সৈন্যদল, বিজ্ঞানী ও প্রকৌশলীদেরও ধন্যবাদ জানিয়েছেন।আইএসপিআর বলেছে, ফতাহ-৪ ক্ষেপণাস্ত্র আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ এবং এর মাধ্যমে পাকিস্তান আর্মির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রেঞ্জ ও সক্ষমতা আরো...