০১ অক্টোবর ২০২৫, ১২:৫৯ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:৫৯ এএম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।গতকাল মঙ্গলবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ এই কূটনীতিক সাক্ষাৎ করতে আসেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।বিএনপি চেয়ারপারসন ফিলিস্তিনের জনগণের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন, জানান শায়রুল। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন হতে দেব না : দাউদকান্দিতে আল্লামা মামুনুল হক সুন্দরবনের কুমিরের আক্রমণে নিখোঁজ জেলের...