বিশ্বের প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর কজন-ই বা সালমান আলি আগাকে চেনেন! এমন একজনকে অধিনায়ক করে এশিয়া কাপ খেলল পাকিস্তান। গ্রুপ-পর্বে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পরও দলটার সুপার ফোরে উঠে আসার অন্যতম কারণ প্রতিপক্ষ। দুর্বল ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে ওঠে আগার দল। সেখানে ফের ভারতের কাছে বিধ্বস্ত হয়। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে কষ্টের জয়ে শেষ পর্যন্ত ওঠে ফাইনালে। ভারতের কাছে যথারীতি ভরাডুবিতে হয় স্বপ্নভঙ্গ। ইমরান খানের নেতৃত্বে বিশ্বজয়, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইনজামামের মতো গ্রেটদের হাত ধরে বিশ্ব ক্রিকেটে ঝা-া ওড়ানো দলটার এখন করুণ অবস্থা। ১২ বছর পর এশিয়া কাপের ফাইনালে উঠেও সেই ব্যর্থতাই হয়েছে সঙ্গী। অথচ দুবাইয়ের ফাইনালে তাদের শুরুটা ছিল আশাজাগানিয়া। টস জিতে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে দশম ওভারে ১ উইকেটে ১১৩ রান তুলে নিয়েছিল।...