খুলনায় মাত্র দুদিনে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থান থেকে এসব লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি স্টেশনসংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান জানান, লোকজন লাশটি প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এর আগে গত সোমবার রাত ৯টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা মোড়ের কাছে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে নগরীর খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে আনুমানিক ৮০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ...