জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়কে ভয় দেখানো হতো, কাউকে পূজা করতে দেওয়া হবে না, জোর করা হবে। এমন কোনো বিপত্তি কি এখানে হয়েছে? এত দিন আপনাদের একটা মিথ্যা ভয় দেখানো হতো, আমাদের হিন্দু-মুসলিমের এই সম্প্রীতিটা ধরে রাখতে হবে।’মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজায় আগত নারীদের শাড়ি উপহার দেন ও মণ্ডপে নগদ অর্থ প্রদান করেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিশ্বাসগত জায়গায় আমাদের একটি পার্থক্য আছে। কিন্তু আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এখানে হিন্দু ব্যবসায়ীরা আছে, মুসলমান ব্যবসায়ীরা আছে, সবাই মিলেমিশে চলাফেরা করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সবাই মিলেমিশে লেখাপড়া করছে।’তিনি বলেন, ‘দেবীদ্বারের বেশির ভাগ ব্যবসায়ী হিন্দু ধর্মের। কিন্তু...