আখেরাত হলো মানুষের জীবনের চূড়ান্ত গন্তব্য। সেখানে প্রত্যেক বান্দা তার দুনিয়ার আমলের প্রতিদান লাভ করবে। যারা ইমানদার ও নেক আমলকারী তারা জান্নাতের অনন্ত সুখ উপভোগ করবে। আর যারা অবাধ্য বা কাফের তারা জাহান্নামের ভয়ংকর শাস্তি ভোগ করবে। তবে যাদের অন্তরে বিন্দুমাত্র ইমান থাকবে, তারা দীর্ঘ শাস্তি ভোগ করার পর একদিন মুক্তি পাবে। আল্লাহর অশেষ রহমতে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হবে। ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে হাঁটবে আবার উপুড় হয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে ঝাপটা দেবে। অগ্নিসীমা অতিক্রম করার পর সে ওই দিকে ফিরে দেখবে এবং বলবে, সে সত্তা কত মহিমাময়, যিনি আমাকে তোমা থেকে নাজাত দিয়েছেন। তিনি আমাকে এমন জিনিস দান করেছেন, যা পূর্বাপর কাউকেও প্রদান করেননি। এরপর তার...