আরিফুল ইসলাম সাব্বির, সাভার ||রাইজিংবিডি.কম ঢাকার ধামরাই উপজেলার বাসনা এলাকার এই সাঁটার টানা দোকানের ঠিকানায় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের নিবন্ধন চেয়েছে ইয়ুথ ইনিশিয়েটিভ ফর সোসিও ইকনোমিক এ্যাকটিভিটি (ইসিয়া) নামে সংস্থাটি। সোমবার বিকালের ছবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত বেসরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে ইয়ুথ ইনিশিয়েটিভ ফর সোসিও ইকনোমিক এ্যাকটিভিটি (ইসিয়া)। ইসিতে প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার ধামরাই উপজেলার বাসনা গ্রামে। নির্বাচন কমিশন ২৭ সেপ্টেম্বর দেশের ৭৩টি সংস্থার নাম-ঠিকানাসহ যে গণবিজ্ঞপ্তি জারি করেছে, সেই তালিকায় স্থান পেয়েছে প্রাতিষ্ঠানিকভাবে অনভিজ্ঞ এবং নাম সর্বস্ব কিছু সংস্থা। নির্বাচন পর্যবেক্ষণে প্রাতিষ্ঠানিক পূর্ব অভিজ্ঞতা বা সংযোগ না থাকলেও ইসির নিবন্ধনযোগ্য তালিকায় রয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম খাতে নিবন্ধিত ইসিয়া নামে এই সংস্থা।আরো পড়ুন:সাতক্ষীরায় নির্বাচনী ইশতেহার নিয়ে পরামর্শ সভাপূজার ছুটির পর...