আমাদের দেশে সচরাচর দেখা যায় এমন একটি পরিচিত রোগ হলো হার্নিয়া। যাতে নাড়িভুঁড়ির একটি অংশ উদরগ্রাত্র ভেদ করে অ-থলিতে নেমে যায়। মানুষের পেটের ভেতরে খাদ্যনালি মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, এবং এটি বিশ থেকে ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হয়। হার্নিয়ার ক্ষেত্রে পেটের কিছু দুর্বল অংশ দিয়ে ক্ষুদ্রান্ত্রের অংশ বিশেষ অ-থলিতে চলে আসে। তখন কুচকি এবং অ-থলি অস্বাভাবিক ফুলে যায় এবং ব্যথা হয়। কারণ : আমাদের পেটের কিছু অংশ আছে যেগুলো আশপাশের অংশ থেকে অপেক্ষাকৃত দুর্বল থাকে। অনেকের জন্মগতভাবে এ অংশগুলো দুর্বল থাকে। পেটের ভেতরের চাপ যদি বেশি হয়, যেমন, অনেক দিনের পুরনো হাঁচি, কাশি বা কোষ্ঠকাঠিন্য আছে, তাদের বেলাতেও ক্ষুদ্রান্ত্র এই দুর্বল অংশগুলো দিয়ে বেরিয়ে আসতে পারে। উদর এবং উরুর সংযোগস্থলে হার্নিয়া হতে পারে। এটা সাধারণত পুরুষদের হয়। মহিলাদের বেলাতে...