শারজায় ইতিহাস গড়ল নেপাল। ওয়েস্ট ইন্ডিজকে সইতে হয়েছে আরেকটি নতুন লজ্জা। নেপালের কাছে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে গেছে ক্যারিবীয়রা। সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে নেপাল তুলে নেয় টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম ঐতিহাসিক দ্বিপক্ষীয় সিরিজ জয়। বিশ্ব র্যাংকিংয়ে ১৮ নম্বরে থাকা নেপাল এর আগে কখনো পূর্ণ সদস্য কোনো দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলেনি। কিন্তু এবার সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই জয় নিশ্চিত করে দেশটি। ওয়েস্ট ইন্ডিজের ৮৩ রান কোনো পূর্ণ সদস্য দলের সহযোগী সদস্যের বিপক্ষে করা সবচেয়ে কম স্কোর। আর নেপালের ৯০ রানের জয় ব্যবধানও হলো সহযোগী দলের পক্ষে পূর্ণ সদস্যকে হারানোর সবচেয়ে বড় জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে জুলাইয়ে মাত্র ২৭ রানে গুঁড়িয়ে গিয়ে লজ্জাজনকভাবে হেরেছিল। সেটি টেস্ট ইতিহাসের দ্বিতীয়...