আবাসিক ছাত্রীদের সুষ্ঠু আসন বণ্টন ও বসবাসের সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে কাজ করতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়েজুন্নেসা হলের সংসদ নির্বাচনে ভিপি পদে একক প্রার্থী পারমিতা চাকমা। সেইসঙ্গে ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান আয়োজনে ভারসাম্য সৃষ্টিতে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রার্থী। রাঙামাটির জুরাইছড়ি উপজেলার মেয়ে পারমিতা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্রী। হলের সংসদ নির্বাচনে একক ভিপি প্রার্থী হওয়ায় এখন তার জয় ঘোষণা এখন কেবল আনুষ্টানিকতা। আদিবাসী শিক্ষার্থীদের পাশাপাশি হলের বাঙালী শিক্ষার্থীরাও ‘তার ওপর ভরসা করেন’ বলে ভাষ্য পারমিতার। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় পারমিতা তার হলের আবাসনসহ নানা রকমের সমস্যার কথা তুলে ধরেছেন। এসব নিরসনে পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি। ফয়জেন্নুসা হলে বাঙালি ছাত্রীদের আবাসন সমস্যার বিষয়টি তুলে ধরে পারমিতা বলেন, “আমাদের হলে আদিবাসীদের পাশাপাশি ৪০ শতাংশ সিট...