ভালো শুরুর পর এক ওভারে তিন ব্যাটারের বিদায়। দুইশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলকে টানলেন দীপ্তি শার্মা ও আমানজোত কৌর। সপ্তম উইকেটে শতরানের জুটিতে এনে দিলেন আড়াইশ ছাড়ানো পুঁজি। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় শ্রীলঙ্কাকে হারিয়ে উইমেন’স বিশ্বকাপ শুরু করল ভারত। গুয়াহাটিতে মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৫৯ রানে জিতেছে ভারত। বৃষ্টির বাধায় ৪৭ ওভারে নেমে আসা লড়াইয়ে ২৬৯ রান করে লঙ্কানদের ২১১ রানে থামিয়ে দেয় তারা। ব্যাটে-বলে আলো ছড়িয়ে ভারতের এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দীপ্তি। ছয়ে নেমে ৩ চারে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। পরে অফ স্পিনে ৫৪ রান খরচায় নেন ৩ উইকেট। দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ১ ছক্কা ও ৫ চারে ৫৭ রান করেন আমানজোত।...