ঢাকায় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বাংলার অফিসে মঙ্গলবার আয়োজকদের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হয়েছে। ঢাকায় চীনা দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতার সহ-আয়োজক চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। ২০২৪ সালের ১ নভেম্বর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট এ প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে। পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেগুলো হল- সাধারণ সংবাদ, অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন, সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক প্রতিবেদন, ভিজ্যুয়াল এবং মিডিয়া ইনোভেশন। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে এক লাখ টাকা ও সনদ, দ্বিতীয় পুরস্কার হিসেবে দুজনের প্রত্যেকে পাবেন দেওয়া হবে ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় পুরস্কার হিসেবে তিনজনের প্রত্যেকে...