জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকার ধানমন্ডিতে সচিব পদমর্যাদার যে কর্মকর্তাদের ১২টি ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিল, সেই বরাদ্দ নিয়ে দুদক অনুসন্ধান শুরু করার পর গৃহায়ন কর্তৃপক্ষকেই দুষছেন ওই কর্মকর্তারা। সম্প্রতি দুদকের জিজ্ঞাসাবাদে নিজেদের এ অবস্থানের কথা তুলে ধরেছেন সাবেক এ সরকারি কর্মকর্তারা। রাজনৈতিক পটপরিবর্তনের পর দুদকে আসা অভিযোগে বলা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘দিনের ভোট রাতে নেওয়ার সঙ্গে জড়িত’ সচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ‘পুরস্কার হিসেবে’ শেখ হাসিনার আমলে ‘পরিকল্পিতভাবে’ এসব ফ্ল্যাট দেওয়া হয়। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের ‘সত্যতা পাওয়ার’ কথা জানিয়েছে দুদক। সংস্থাটির অধিকতর অনুসন্ধানের মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটি তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে ৮ জুলাই এসব বিলাসবহুল ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে নীতিমালা ভঙ্গের অভিযোগের বিষয়ে জানতে বরাদ্দপ্রাপ্তদের গত ১৭, ১৮ ও ২১...