গণপরিবহনে কিশোরী ও নারীর প্রতি যৌন নিপীড়ন নতুন কোনো ঘটনা নয়। তবে এই হয়রানি বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে মনে করেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া কিশোরীরা। সম্প্রতি এই বিষয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় কয়েক জন কিশোরীর। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সিটি কলেজে পড়ুয়া এক কিশোরীকে সপ্তাহে পাঁচদিনই সোবহানবাগ থেকে কলেজে যাওয়া আসা করতে হয়। অভিভাবকের সঙ্গে যাওয়া আসা করলেও বাসে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ এড়াতে পারে না সে। সে বলে, “যাত্রী থেকে শুরু করে চালকের সহযোগী পর্যন্ত ইচ্ছাকৃতভাবে হয়রানি করে। এসব উত্যক্তকারীদের কখনো কোনো শাস্তি পেতে দেখি না।” জনসাধারণের নিত্যদিনের ভোগান্তি কমাতে বাসের বিকল্প নেই, তবে এই বাসই কখনো কখনো বিভীষিকা হয়ে দাঁড়ায় বলে জানায় এই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া আরেক কিশোরী। সে বলে,...