জীবন্ত পাথর এক ব্যাখ্যাহীন রহস্য। অদ্ভুত এই পাথরের আরেক নাম হচ্ছে সেইলিং স্টোন। কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই, মস্ত এক পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে সক্ষম। মূলত সমুদ্র উপকূলে দেখা যায়, এমন বড় আকৃতির পাথর। আশ্চর্যের বিষয় হচ্ছে স্থান পরিবর্তনের সময় পাথরগুলো পেছনে লম্বা ট্র্যাক ফেলে যায়। ফলে গবেষকরা একে মুভিং রক বলেন। সেইলিং স্টোন কখনো সোজা পথে এগোয় না, ডানে বা বাঁয়ে খানিকটা তির্যক ভঙ্গিতে অগ্রসর হতে থাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং ইউরোপের অনেক দেশের বালিময় সমুদ্র সৈকতে, এমন পাথরের দেখা পাওয়া যায়। পাথরের মধ্যে এমন নিজস্ব গতি সঞ্চার হওয়ার সঠিক কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বিজ্ঞানীদের ধারণা প্রচন্ড ঝড়ো বাতাস, সেই সঙ্গে ভেজা ও পিচ্ছিল মাটির কারণে পাথরগুলো আস্তে আস্তে এক স্থান...