০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ঘটাতে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র করার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে, অন্যদিকে হামাস জানিয়েছে তারা ‘সৎভাবে’ প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) একে ‘অঞ্চলকে বিস্ফোরিত করার রেসিপি’ বলে অভিহিত করেছে। পশ্চিম তীরে শাসনরত পিএ এক বিবৃতিতে বলেছে, তারা গাজা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানায় এবং একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত, বন্দিদের মুক্তি ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানায়। পিআইজে বলেছে, এটি আসলে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরাইলের চাপিয়ে দেওয়া আগ্রাসনের নতুন রূপ, যা অঞ্চলকে আবারও আগুনে...