০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর দিনে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা দেখতে রীতিমতো ভক্তদের ঢল নামে।আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী পালন করা হবে। মণ্ডপে মণ্ডপে বাজবে বিদায়ের সুর। আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা গতকাল মঙ্গলবার কুমারী পূজায় আশীর্বাদ ও প্রার্থনা করতে রাজধানী ঢাকার বিভিন্ন পূজাম-পসহ দেশের জেলা-উপজেলা শহরের মণ্ডপে মণ্ডপে ভিড় করেন। রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে সকালে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।কুমারী পূজা দেখতে সকাল থেকেই রামকৃষ্ণ মঠ ও মিশনে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দীর্ঘলাইন ধরে প্রবেশ করতে হয়েছে এখানে। দুর্গা ভক্তরা কুমারী মায়ের আরাধনায় মণ্ডপের সামনে উলুধ্বনি...