০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম পার্বত্য চট্টগ্রামে সংঘাতের মূলে রয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সশস্ত্র এই গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকা-ের কাছে জিম্মি হয়ে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য খ্যাত এই পাহাড়ি জনপদ। নিরাপত্তাহীনতায় থমকে গেছে প্রাকৃতিক সম্পদে ভরপুর তিন পার্বত্য জেলার উন্নয়ন-বিনিয়োগ। বিশেষ করে জুলাই বিপ্লবের পর ভারতের প্রত্যক্ষ মদদে এই সন্ত্রাসী গোষ্ঠী আরো বেপরোয়া হয়ে উঠেছে। তাদের রাষ্ট্রঘাতি কার্যকলাপ শুধু পাহাড়ের জনগোষ্ঠীর ওপরই নয়, বরং সমগ্র দেশের নিরাপত্তা সর্বোপরি জাতীয় অখন্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ মারমা কিশোরীকে কথিত ধর্ষণের অজুহাতে খাগড়াছড়িতে তাদের লাগাতার সহিংসতা দেশ-প্রেমিক সচেতন মহলকে উদ্বিগ্ন করে তুলেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলের দাবি উঠেছে। তারা একই সাথে পাহাড়ে শান্তি ও...