০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম আগামী বছর সরকারির মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিন্ম সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা। হজযাত্রীদের জন্য খাওয়া ও কুরবানিসহ বিশেষ হজ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার হজ প্যাকেজ ঘোষণা করেন। এ সময় সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাবের সহ-সভাপতি হাফেজ নূর মোহাম্মদ, সহসভাপতি শহিদুল্লাহ, যুগ্ম মহাসচিব জাফর উদ্দিন, আব্দুল মালেক, অর্থ সচিব আব্দুল হামিদ, জাহিদ আলম,...