০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি স্বাক্ষর করার পাঁচ বছর পর, গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন যে মার্কিন সরকার (বাগরাম বিমানঘাঁটি) ফিরে পেতে চাইছে। তিনি বলেন, ‘আমরা এটি (তালেবানদের) বিনামূল্যে দিয়েছি। আমরা সেই ঘাঁটি ফিরে চাই।›এরপর, ২০ সেপ্টেম্বও ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ-এ এই দাবির ধারাবাহিকতায় স্পষ্ট হুমকি দেন, ‘আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাঁটি যারা এটি তৈরি করেছে, তাদের, অর্থাৎ আমেরিকাকে, ফিরিয়ে না দেয়, তাহলে খারাবি ঘটতে যাচ্ছে!’দুটি কংক্রিটের রানওয়েযুক্ত বাগরাম বিমানঘাঁটি, যার একটি ৩.৬ কিলোমিটার এবং অন্যটি ৩ কিলোমিটার (১.৯ মাইল) দীর্ঘ, আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সামরিক ইউনিট ছাড়াও, ঘাঁটিতে একটি...