০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব ও ইমাম, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল এবং শামছাবাদ দরবার শরীফের পীর সাহেব আল্লামা শামছুল হক (রহ.) আজ ৬ষ্ঠ ইন্তেকাল বার্ষিকী। এ উপলক্ষে মরহুমের দরবার শরীফে আবা বাদ যোহর খতমে কোরআন, খতমে খাজেগান ও খতমে গাউছিয়া ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাতে বড়পীর শায়খ আব্দুল কাদের জিলানী (রহ.) এ ফাতেহা এ ইয়াজদহম ও মরহুম পীর সাহেবে হুজুরের ঈসালে সাওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য আলেমেদ্বীন হযরত মাওলানা শামছুল হক (রহ.) ত্বরিকত ও তাসাউফের একজন শিক্ষক ছিলেন। তার কোন লোভ, রাজনৈতিক বাসনা ও ব্যক্তিস্বার্থের চিন্তা ছিলনা। তিনি সবসময় মানুষের কল্যাণে এবং দ্বীনী খেদমতে ব্যস্ত সময় পার করতেন। তিনি দৈনিক...