০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বন্দরনগরী চট্টগ্রামের খেলাধুলার প্রাণকেন্দ্র চট্টগ্রাম জেলা স্টেডিয়াম। এ স্টেডিয়াম থেকে দীর্ঘ এক বছর ঘরোয়া ফুটবল লীগ নির্বাসিত। ইতিমধ্যে গঠিত হয়েছে সিজেকেএস ক্লাব সমিতি। এ সমিতির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। এই পৃষ্ঠপোষক ও নবগঠিত সিজেকেএস ক্লাব সমিতি ফুটবলকে মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে বড় বাজেট নিয়ে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল লীগ আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ ফুটবল মাঠে শুরু হবে। পাঁচটি দল এতে খেলবে। দলগুলো হচ্ছে- চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সিটি কর্পোরেশন একাদশ, কল্লোল সংঘ ও এফএ ফ্যামিলি স্পোর্টস। সরাসরি লীগ পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলবে এবং পয়েন্ট তালিকায় শীর্ষস্থানীয় চারটি দল সেমি ফাইনাল ও ফাইনালে অবতীর্ণ হবে। চট্টগ্রামে...