০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম গণিতের ধাঁধা শুধু শিশুদের জন্য নয়, বড়দের কাছেও গণিতকে মজাদার ও আকর্ষণীয় করে তোলে। তাই আজ আমরা নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী গণিতের ধাঁধা। দেখুন তো, আপনি কি সঠিক উত্তর বের করতে পারেন? ছবিতে দেখা যাচ্ছে লাল, নীল ও সবুজ রঙের কয়েকটি বেলুন। প্রতিটি রঙের বেলুনের মান আলাদা, আর সেই মানগুলো যোগ-বিয়োগ করে সঠিক উত্তর বের করতে হবে।সাধারণত যাদের বিশ্লেষণী ক্ষমতা, গণনার দক্ষতা ও আইকিউ লেভেল ভালো, তারাই এমন ধাঁধার সঠিক সমাধান করতে পারে। কারণ এগুলো কৌশলগত চিন্তা, যৌক্তিক বিশ্লেষণ ও সমস্যার সমাধান করার ক্ষমতা বাড়ায়।ধাঁধার সমাধান : প্রথম লাইনে ৩টি লাল বেলুন যোগ করলে উত্তর দাঁড়ায় ৩০। অর্থাৎ, প্রতিটি লাল বেলুনের মান = ১০। দ্বিতীয় লাইনে একটি লাল...